• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আড়িয়াল খাঁ নদের 'লিটন চৌধুরী সেতু’ উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত 'লিটন চৌধুরী সেতু’ উদ্বোধন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে ৪ টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সেতুটির উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শিবচর উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নের সাথে সরাসরি সড়ক পথের যোগাযোগ তৈরি হয়েছে। এতে কয়েক লাখ মানুষ কয়েক’শ বছরের জনদুভোগ থেকে যোগাযোগ ব্যবস্থার নতুন যুগে প্রবেশ করলো তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী ও দত্তপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকাসহ আশেপাশের এলাকার কয়েক লাখ মানুষ যুগ যুগ ধরে থাকা ভোগান্তির অবসান হয়েছে। এখন মাত্র ১৫ মিনিটেই এই সেতু পার হয়ে শিবচর উপজেলা সদরে পৌছানো যাবে। এর ফলে নদী পাড়ের এলাকার মানুষের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে বলে অনেকেই মনে করেন।

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটির ৫০ লাখ টাকা খরচে নির্মিত লিটন চৌধুরী সেতুটির দৈর্ঘ্য ৫ শত ৫০ মিটার, প্রস্থ্য ৯.৮০ মিটার, ব্রীজের ক্যারিজওয়ে ৭.৩০ মিটার, ফুটপাত ১.২৫ মিটার। স্প্যান রয়েছে ১১ টি, গার্ডারের সংখ্যা ৪৪ টি, সেতুটির উচ্চতা ২.৪০ মিটার, লাইট পোষ্ট রয়েছে ৪৬ টি। এবং সেতুর এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬১০ মিটার। সেতুটির নির্মাণ কাজ করেছে মাদারীপুর জেলার স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন বাঁশি ও হামিম ইন্টারন্যাশনাল।

উৎরাইল ইউনিয়নের একজন স্কুল শিক্ষক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আমি শিক্ষকতার করার জন্য প্রায়ই উপজেলা সদরে আমাকে বিভিন্ন কাজে আসতে হয়। সড়ক পথে সূর্যনগর হয়ে পা”ঁচর ঘুরে উপজেলা সদরে যেতাম। এখন সেতু হয়ে যাওয়ায় মাত্র ১৫ মিনিটেই যাওয়া আসা করা যাবে। সেতুটি নির্মাণ হয়ে আমাদের অনেক বড় উপকার হয়েছে। সরকারকে অনেক ধন্যবাদ জানিচ্ছ। সেই সাথে আমাদের চীফ হুইপ মহোদয়কেও। তিনি চেষ্টা না করলে কোনদিনও এখানে সেতু নির্মাণ করা সম্ভব ছিল না।’

দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক বলে, ‘কেউ অসুস্থ্য হয়ে পড়লেও আমরা দ্রুত শিবচর যেতে পারতাম না। নদী পাড় হতে গিয়ে ট্রলার সঠিক সময় পাওয়া যেতো না। দীর্ঘদিন ধরে আমরা শিবচরে যেতে চরম ভোগান্তির শিকার হয়েছি। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই ভোগান্তি দূর হইল। এই সেতু আমাদের জন্য একটি আশির্বাদ।

মিলি নামের এক মহিলা বলেন,‘একজন গর্ভবর্তীকে আমরা অনেক কষ্টে উপজেলায় নিয়ে যেতাম। সে কষ্ট আর বলে শেষ করতে পারব না। সরকারকে ধন্যবাদ, আমাদের একটি সেতু করে দিয়েছেন।’

মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ’২০১৮ সালের অক্টোবর মাসের শেষের দিকে সেতুটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী। সেতুটির নামকরণ করা হয়েছে লিটন চৌধুরী সেতু। এখন ৪ নভেম্বর আমরা চীফ হুইপ নূর ই আলম চৌধুরীকে দিয়েই সেতুটির উদ্বোধন করেছি। সেতুটি সবার জন্য খুলে দেওয়ার এই অঞ্চলের মানুষের জীবন মানের ব্যাপক পরিবর্তন ঘটবে বলে আমরা আশা করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads